স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (LGED job circular 2023) কর্তৃপক্ষ কর্তৃক আজ প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে ইচ্ছুক তারা দেরি না করে খুব শীঘ্রই
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শূন্য আসনে লোক নিয়োগ করা হবে।নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।
- আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:
- আগ্রহী প্রার্থীগণ http://lged.teletalk.com.bd এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ: (i) Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৪-০১-২০২৩ সকাল ৯:০০ টা।
- (ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১-০১-২০২৩ রাত: ১২:০০ টা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- . ফি জমা দেওয়ার পদ্ধতি:
- প্রথম SMS: LGED User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
- Example : LGED ABCDEFGH এবং send to 16222
- Reply: Applicant’s Name, Tk. 223 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type LGED Yes PIN and send to 16222
- দ্বিতীয় SMS: LGED Yes < Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
- Example: LGED YES 12345678
- Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for Iged Application for post (000000) User ID is (ABCDEFGH) and Password (0000000).
- প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ১(এক) সেট অনুলিপি জমা দিতে হবে।
- প্রয়োজনীয় কাগজ
- (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
- (খ) জাতীয় পরিচয় পত্র (NID / Smart card).
- (গ) চাকুরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করত) নাগরিকত্বের সনদ।
- (ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
- (ঙ) কোনো প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা হিসেবে আবেদনপত্রে উল্লেখ করলে সে ক্ষেত্রে মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১৯-০৬-২০১৭ তারিখের ৪৬.০০.০০০০.০০২. 10,2624, 2017-79২ নম্বর পরিপত্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রাদি তথ্যাদিসহ দাখিল করতে হবে:
- ঙ).৪ মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উল্লিখিত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন পত্র। প্রার্থী এবং তাঁর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।



আরো পড়ুন বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের আওতাধীন স্পেশাল ব্রাঞ্চের মৌখিক পরীক্ষার সময়সূচি
৪৪তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র