নার্সিং এ ভর্তি সার্কুলার ২০২৩ সালের প্রকাশিত হয়েছে । বাংলাদেশ এ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল এর BNMC ৯/৩/২০২৩ তারিখে এ ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল । এ ভর্তি বিজ্ঞপ্তি একটি অফিসিয়াল ওয়েবসাইট এ জাতীয় দৈনিকে প্রকাশিত করেছেন । নার্সিং পরীক্ষার ভর্তি তারিখ ও আবেদন এর তারিখ প্রকাশিত হয় আজ এবং নার্সিং পরীক্ষার ভর্তি আসন পরিকল্পনা। নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি পরীক্ষার ভর্তি আবেদন করার পদ্ধতি সহ নার্সিং পরীক্ষার ভর্তি আবেদন সকল নিয়ম আলোচনা করবো অনলাইন এ আবেদন শুরু 15 মার্চ 2023 থেকে এবং আবেদন এর শেষ তারিখ 13 এপ্রিল 2023 পযন্ত । ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 মে 2023 তারিখে । অনলাইন এ আবেদন করা যাবে www.dnmc.gov.bd ওয়েবসাইট এর মাধ্যমে। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি নার্সিং এবং মিডওয়াইফারি সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যাতে এর মাধ্যমে শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হবে ।
আবেদন শুরু: 15/৩/২০২৩
আবেদনের শেষ তারিখ:১৩/৪/২০২ ৩
আবেদন ফি প্রদানের শেষ তারিখ: ১৫/৪/২০২৩
অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু:৯/৫/২০২৩
ভর্তি পরীক্ষা: ১৯/৫/২০২৩ , শুক্রবার, সকাল 10:00 থেকে 11:00 পর্যন্ত
অফিসিয়াল এর ভর্তির ওয়েবসাইট হলো : bnmc.teletalk.com.bd
নার্সিং পরীক্ষার ভর্তি আবেদন করার পদ্ধতি
নার্সিং ভর্তির জন্য ভর্তির যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ডিপ্লোমা এবং বিএসসি সব ধরনের কোর্সের জন্য সর্বোচ্চ বয়স 22 বছর। ভর্তি প্রার্থীদের 2021 বা 2022 সালে এইচএসসি/সমমান পাস করতে হবে। এসএসসি/সমমান পরীক্ষার 2019 বা 2020 বছর হতে হবে।
4 বছরে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং) শিক্ষার্থীদের গুলো অবশ্যই বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি/ এইচএসসি পরীক্ষার স্তর উত্তীর্ণ হতে হবে। SSC / HSC উভয় স্তনের প্রার্থীদের ন্যূনতম মোট GPA 7.00 থাকতে হবে। আলাদা করে মোট সর্বনিম্ন GPA 3.00 । SSC /HSC উভয় স্তরে জীববিজ্ঞানের ন্যূনতম মোট GPA 3.00 হতে হবে ।
3 বছরের মেয়াদ সম্পন্ন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও মিডওয়াইফারিতে ডিপ্লোমা, যেকোনো গ্রুপ হতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পাস করা আবশ্যক। উভয় পরীক্ষার ক্ষেত্রে ন্যূনতম মোট GPA 6.00 হতে হবে। আলাদা করে , ন্যূনতম GPA কমপক্ষে 2.50 হতে হবে।

প্রার্থীরা নার্সিং ভর্তির জন্য ওয়েবসাইট এ BNMC. Teletalk. Com. BD এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনীয় সকল তথ্য আবেদন পত্র পূরণ করার পর টেলিটক মোবাইল ফোন এর মাধ্যমে ভর্তি ফি প্রদান করতে হবে। আবেদনের সময় প্রার্থীদের 300 x 300 পিক্সেল ছবি এবং 300 x 60 পিক্সেল স্বাক্ষর আপলোড করে দিতে হবে। আবেদনকারী প্রার্থীদের ইংরেজিতে তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা জেলা/উপজেলা পোস্ট কোড, সহ পূরণ করতে হবে। প্রার্থীদের কারো কোটা থাকলে আবেদন এর সময় কোটার তথ্য সমূহ উল্লেখ করে দিতে হবে।
নার্সিং পরীক্ষার ভর্তি আবেদন করার পদ্ধতি www.dnsd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পুরণ ও প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং আপনার ফটো আপনার স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনকারী প্রার্থীদের কপি ডাউনলোড করুন এবং আবেদন ফি প্রদান করুন।
নার্সিং কলেজ/নার্সিং এবং মিডওয়াইফারি ইনস্টিটিউটের আপনাদের পছন্দ অনুযায়ী নির্বাচিত করে দিতে হবে। অন্যথায় একবার নির্বাচিত হয়ে গেলে অর্ডার পরিবর্তন করা যাবে না। বিজ্ঞপ্তিতে কলেজ এর কোড এবং পরীক্ষা কেন্দ্রের কোড পাওয়া যাবে।
আবেদন ফি প্রদান
সঠিক অনলাইন আবেদন করার পর আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন এর ফি প্রদান পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে ফি প্রদান করা যাবে। বিএসসি ইন নার্সিং কোর্সের আবেদন ফি 700 টাকা ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি/ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের আবেদন ফি 500 টাকা। সর্বমোট দুইটি এসএমএসের মাধ্য দিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে। নিচের নিয়ম অনুসারে এ এসএমএস পাঠাইতে হবে।
১ম এসএমএস: BNMC User ID এবং পাঠান 16222 নম্বরে
২য় এসএমএস: BNMC YES PIN এবং 16222 নম্বরে পাঠান।
