সরকারিভাবে ফিজিতে যাওয়ার সুযোগ

jobcir9cular
jobcir9cular
2 Min Read
সরকারিভাবে ফিজিতে যাওয়ার সুযোগ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে ফিজিতে পুরুষ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

১. পদের নাম: হাইড্রো ক্লিন টেকনিশিয়ান
পদসংখ্যা: ৬ জন
বয়স: 40 বছরের কম বয়সী
বেতন: 6.50 ফিজি ডলার প্রতি ঘন্টা যা বাংলাদেশী টাকায় (টাকা 307)
কর্মঘণ্টা: প্রতি সপ্তাহে কমপক্ষে ৪৫০৪৮ ঘণ্টাকাজ করতে হবে
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম: প্রজেক্ট টিম লিডার
পদসংখ্যা: ১ জন
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন: প্রতি ঘণ্টায় ৭ ফিজি ডলার যা বাংলাদেশী টাকায় (৩৩১ টাকা)
কর্মঘণ্টা: প্রতি সপ্তাহে কমপক্ষে ৪৫-৪৮ ঘণ্টা কাজ করতে হবে
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. পদের নাম: আইটি টেকনিশিয়ান
পদসংখ্যা: ৩ জন
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন: প্রতি ঘণ্টায় ৬ ফিজি ডলার যা বাংলাদেশী টাকায় (২৮৪ টাকা)
কর্মঘণ্টা: প্রতি সপ্তাহে কমপক্ষে ৪৫-৪৮ ঘণ্টা কাজ করতে হবে
অভিজ্ঞতা: সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির শর্ত
১. চাকরির চুক্তি দুই বছরের। তবে কাজ টি নবায়নযোগ্য;
২. প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনব্যবস্থা সম্পুন্ন নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৩. প্রাথমিক চিকিৎসার খরচ সম্পুন্ন কোম্পানি দেব;
৪. খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে;
৫. করিতে যোগ দেওয়ার বিমানভাড়া শ্রমিককে বহন করতে হবে কিন্তু চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে;
৬. আরো প্রকাশ থাকে কাজের ক্ষেত্রে বিভিন্ন শর্ত ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আমরা জানি ফিজিতে বিদেশি শ্রমিকের সংখ্যা বেসরকারি হিসেবে প্রায় ৫,০০০ বিদেশি শ্রমিক বৈধভাবে ফিজিতে কাজ করে। এর মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি শ্রমিক। এছাড়াও ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে বিদেশি শ্রমিক আসে।
আবেদন প্রক্রিয়া:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি, ড্রাইভার পদের জন্য বৈধ লাইসেন্স এবং অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের এই লিংকের মাধ্যমে ২৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

বোয়েসেলের এই লিংকের

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdXU22U69SzqQ5RV7FA0QT5363_vy3fXpEJ6eOcH68no-6Psw/viewform

আরো পড়ুন

Share this Article
Leave a comment