জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ আবেদন পদ্ধতি ও ভর্তি নিয়মাবলী

jobcir9cular
jobcir9cular
5 Min Read

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ আবেদন পদ্ধতি ও ভর্তি নিয়মাবলী | জাতীয় বিশ্ববিদ্যালয়ে  অনার্স এর জন্য  ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশ করেছেন অনার্স প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি অনার্স ভর্তি জন্য  ২০২৩ সালের  জাতীয় বিশ্ববিদ্যালয় এ  ভর্তি  বিজ্ঞপ্তি ২০২২ থেকে ২০২৩ ।  বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় এ   অনার্স এর জন্য  ১ম সেমিস্টারে  স্নাতক  অনার্স ভর্তি জন্য ভর্তি  বিজ্ঞপ্তি  ২০২২-২০২৩ জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনার্স  (Admission) জন্য   অফিসিয়াল ওয়েবসাইটে  admissions.nu.edu.bd এ প্রকাশিত করা  হবে ।

 বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালএর  ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় এ  ভর্তি ২০২৩ এ  অনার্স ভর্তি  ২০২৩ বিজ্ঞপ্তি  গত ০৫ এপ্রিল হতে  ভর্তির জন্য ভর্তির  ফরমপূরণ এর  কথা হলেও তা ইতিমধ্য বন্ধ  ঘোষণা করেছেন ।বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে তা আপডেট করা হবে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে  অনার্সএ   ভর্তির জন্য ভর্তির  আবেদন পদ্ধতি লগইন করতে পারেন 

 অনার্স এ ভর্তির আবেদনকারী প্রাথীকে  জাতীয় বিশ্ববিদ্যালয় এর  ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd বা  nu.edu.bd/admissions) লগিনকরার পরে  অনার্স  tab-এ  ক্লিক করে  Apply Now (অনার্স ) অপশনে গিয়ে  ক্লিক করতে  হবে। এরপর  ফর্মে এসএসসিও এইচএসসি বা সমমান পরীক্ষাগুলোর  রোল নম্বর, ও  শিক্ষা বোর্ড/ এবং বিশ্ববিদ্যালয় এর  পাসের সন সঠিক

নিয়মে  এন্ট্রি করে দিতে  হবে। এরপর লগিন এ যায় তা  ক্লিক করুন ।

সঠিকভাবে তথ্য প্রদান করা যেমন লিঙ্গের ক্ষেত্রে  

এই অপশন এ  সংক্রিয় ভাবে Male বা Female প্রদর্শিত করতে  হবে। আবেদনকারী প্রার্থীর  তথ্যগুলো  ছক এর মধ্যে  Male এর জায়গায়  Female বা Female এর জায়গায়  Male প্রদর্শিত করা  হলে Click to | Change অপশন এ  প্রবেশ করে  সঠিক তথ্য এন্ট্রি করে  দিতে হবে।

আপনার কলেজ পছন্দ:

 পছন্দ অনুযায়ী আপনাদের  বিভাগ ও  জেলা অনুযায়ী   আপনারা যেকোনো সরকারি ও বেসরকারি সব ধরণের  কলেজ এর  নাম নির্বাচন করে  সংশ্লিষ্ট কলেজে অনার্স ১ম বর্ষ  বিষয়গুলোর  নাম  এবং আসন  সংখ্যা এর  দেখতে পাবেন ।

অনার্স প্রথম বর্ষ ভর্তি বিষয় পছন্দক্রম:

ওয়েবসাইট এর  ছকএর মাধ্যমে আপনাদের  পছন্দ অনুযায়ী যেকোনো একটি কলেজ Select করে থাকলে  আবেদনকারী  প্রার্থী  কলেজের  সংশ্লিষ্ট  ভর্তির  যোগ্য বিষয় এর  তালিকাগুলো  দেখতে পাবেন এবং এসব তালিকা অনুসারে প্রার্থী কে সর্তকতার অবলম্বন করে প্রার্থী তার  পছন্দ অনুযায়ী তা   নির্ধারণ করতে হবে ।  পছন্দ অনুযায়ী  আপনারা  মেধা তালিকাগুলোতে  স্থান  পাবেন ।

অনার্স প্রথম বর্ষ ভর্তি কোটা:

এ  অবসরে  আপনাদের  কোনো  কোটা  থেকে থাকলে তা ফরম এ  দিবেন।

ছবি সংযোজন এর বিষয় :

ছবির মাপ ১২০X১৫০ pixels, Image Type:  jpg ও  সর্বোচ্চ ৫০ কে.বি  রঙ্গিন ছবি প্রয়োজন হবে এবং তা  আপলোড করতে হবে।

অনার্স প্রথম বর্ষ ভর্তি ফরম চূড়ান্তকরণ বিষয়  :

আপনার তথ্য সঠিকভাবে তা  প্রদান করার পরে তা  Submit Application অপশন এ গিয়ে  ক্লিক করতে হবে।এখানে আবেদনকারী প্রার্থীর  রোল নম্বর এবং  পিন কোড প্রদর্শিত হইবে  এবং প্রার্থীকে ফরম টি ডাউনলোড করার পরে  [A4 (8.5”×11) সাইজ এর যেকোনো একটি কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে,  এ ফরমটি  পরবর্তী  সময়ে

অনার্স প্রথম বর্ষ ভর্তি  ফরমের  সাথে কলেজে  যা  জমা দিতে হবে

 আবেদনকারী প্রার্থী  জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ২০২৩  বা  অনার্স ভর্তির জন্য  ২০২৩ এ প্রাথমিকভাবে  আবেদন ফরমটিতে সঠিক  জায়গায় আপনার  স্বাক্ষর করে দিতে  হবে৷ এ আবেদন ফরম এর  সাথে আবেদনকারী প্রার্থীর মাধ্যমিক এবং  উচ্চ মাধ্যমিক  বা সমমান পরীক্ষার  সত্যায়িত নম্বরপত্র , ও  রেজিস্ট্রেশন কার্ড এর সত্যায়িত কপি এবং  আবেদন ফি বাবদ  এর জন্য ২৫০/- টাকা  কলেজের সংশ্লিষ্ট নির্ধারিত সময়এর  মধ্যে টাকা  জমা দিতে হবে৷ এবং  কলেজের যেসকল প্রাথমিকভাবে  আবেদন এর  online-এ নিশ্চয়ন করবে সেসব  সকলধরণের  শিক্ষার্থীদেরকে  মোবাইল নম্বর এ  এসএমএস  মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে৷

অনার্সে ভর্তির জন্য  ২০২২-২০২৩ কবে :

 আপনারা যারা এইচএসসি পাশ করার পরে প্রতিনিয়ত চিন্তিত রয়েছেন  যে,  অনার্স ভর্তি  ২০২২-২০২৩ এ কবে  শুরু হবে ।সেসব  শিক্ষার্থীদেরকে  লক্ষ্য করে তা  আজকে প্রকাশিত  করেছেন যে  জাতীয় বিশ্ববিদ্যালয়ে  আগামী ০৫ এপ্রিল থেকে অনার্সএ   ভর্তি অনলাইনের মাধ্যমে আবেদন  গ্রহণের কাজ শুরু হইবে এবং অনার্স এর ভর্তির আবেদন  আগামী ০৮ মে ২০২৩ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে । 

বি:দ্র:  আপনাদের অনার্স এ ভর্তির জন্য আবেদন ফি জমাদান এর  পূর্বে আপনারা  অবশ্যই ভর্তি বিজ্ঞপ্তিটি ভালভাবে পড়ে নিন এবং আপনাদের  কোনরূপ কোনো  ভুল এর  জন্য কর্তৃপক্ষ দায়ী নয়

অনার্স প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি
অনার্স ভর্তি আবেদন শুরু কবে
অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২3
national university admission
national university admission 2023-2024
nu admission apply
nu login
nu login admission
nu admission apply
national university
অনার্স প্রথম বর্ষ ভর্তি বিজ্ঞপ্তি
অনার্স ভর্তি আবেদন শুরু কবে
অনার্স ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২3
national university admission
national university admission 2023-2024
nu admission apply
nu login
nu login admission
nu admission apply
national university
Share this Article
Leave a comment