এইচএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ করার সঠিক নিয়ম আমরা আমাদের ওয়েবসাইটে তুলে ধরেছি এবং এইচএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে | এইচএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করার আমাদের নিয়ম দেখুন। এইচএসসির খাতা আবার কিভাবে পূনরায় দেখার জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন। কিভাবে এইচএসসি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ করতে হয় আবেদন জানতে আমাদের এই পোস্টটি সম্পুর্ণ ভালো ভাবে পড়ুন । ২০২৩ তারিখ০৮ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে। আজকের এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট এ অনেকেই আশানূরুপ ফল পায় নি। যারা আশানুরুপ ফলাফল পাননি এবং তারা পুনরায় আবার বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। HSC exam board challenge এবং এইচএসসি পরীক্ষা সঠিক বোর্ড চ্যালেঞ্জ পদ্ধতি এখান থেকেদেখুন আমাদের ।
এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ শিক্ষার্থীরা অনেকেই ইংরেজিতে ও অন ফেল করেছেন এবং অন্যান্য বিষয় গুলোতে অকৃতকার্য হয়েছেন। তবে যদি আপনি মনে করেন আপনি পরীক্ষা ভালো দিয়েছিলেন এবংআপনার ধারণা বোর্ড আপনার খাতা সঠিকভাবে দেখে নি বা ফলাফল প্রকাশ করতে ভুল করেছেন সেই ক্ষেত্রে পুণরায় আপনি আবারও বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আপনার এইচএসসিপরীক্ষার রেজাল্ট পরিবর্তন করতে পারবেন। এইচ এস সি বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম ফোনের মাধ্যমে করা যাবে।
HSC বোর্ড চ্যালেঞ্জ করলে শিক্ষা বোর্ড আপনার খাতার নাম্বার গুলো আবারও পর্যালোচনা করবেন যদি কোন ভুল থাকে ফলাফল এ তবে আপনার ফলাফল পরিবর্তন হয়ে নতুন ফলাফল প্রকাশ করবে শিক্ষাবোর্ড।এখান থেকে আপনি যেকোন বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। চলুন দেখে কিভাবে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করবেন।
পুনঃনিরীক্ষণ আবেদন শুধুমাত্র টেলিটকের প্রিপেইড মোবাইল ফোন এর মাধ্যমে করা যায়
প্রথমধাপ : আপনার মোবাইল মেসেজে যান এবং RSC <স্পেস> টাইপ করুন শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং এটি ১৬২২২ তে পাঠিয়ে দিন।
তারপরে আপনি একটি PIN নাম্বার সহ একটি এসএমএস পাবেন। এটি ৪ নং ধাপে দরকার পড়বে।
আপনাকে অবশ্যই RSC <স্পেস> yes <স্পেস> পিন নম্বর <স্পেস> মোবাইল নম্বর টাইপ করতে হবে এবং এটি ১৬২২২ তে পাঠাতে হবে।
৩০০ টাকা আবেদন ফি কেটে নেয়া হবে।
শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষরঃ
DHA – Dhaka Board
BAR – Barisal Board
SYL – Sylhet Board
COM – Comilla Board
CHI – Chittagong Board
RAJ – Rajshahi Board
JES – Jessore Board
DIN – Dinajpur Board
MAD – Madrasah Board
TEC- Technical Board
REV<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
REV<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর :01৮13XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
REV<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01৮13XXXXXX
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময়সীমাঃ
এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০২২ সালের এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত চলবে।
এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে?
সাধারণত এইচএসসি পরীক্ষার মুল রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ২০ দিন মধ্যে বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে এবং শিক্ষার্থীর মোবাইলে এসএমএস মাধ্যমে জানিয়ে থাকে। যারা এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে চান তারা বোর্ড চ্যালেঞ্জ করুন।